দক্ষিনদিনাজপুর

মুখ্যমন্ত্রীর বৈঠককে "পাঠশালা" বলে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

"এক ধাক্কায় আট জন ডি.এম, তিন জন মন্ত্রী বদলেছে, এবার সরকার বদলাবে"- বৃহস্পতিবার বালুরঘাটে এসে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বালুরঘাটের রঘুনাথপুরে সত্যজিৎ মঞ্চে বিজেপির পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে শামিল হন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। এই বৈঠকে রাজ্য সভাপতি ছাড়াও হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি থেকে অঞ্চল সভাপতি সহ নেতা কর্মীরা। 

এদিন বৈঠক শেষে দিলীপ ঘোষ বলেন, পুরুলিয়ায় বিজেপি কর্মীর খুনের ঘটনায় সি.বি.আই তদন্তের দাবী করেছেন তারা। সেই কারণে রাজ্য বিজেপি আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে। সেই সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-ও পুরুলিয়ায় যাবেন। আগামী ১১ ই জুন তারা পুরুলিয়ায় যাবেন, প্রয়োজনে তারা দেশ জুড়ে আন্দোলনে নামবেন। কিন্তু এখন বিজেপি চলতে শুরু করেছে। এই চলার গতিকে বাড়িয়ে আগামীতে পশ্চিমবঙ্গকে তৃণমূল মুক্ত করে দেবেন বলে তিনি মন্তব্য করেন। আবার, এদিনের সভায় তিনি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে "পাঠশালার" সাথে তুলনা করেছেন। তার কারণ হিসাবে বলেছেন, রাজ্যে প্রশাসন নিরব থাকে, শাসক দৌড়ে বেড়ায়-যা নীতি বিরুদ্ধ। এদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাত্মা গান্ধী থেকে শুরু করে আম্বেদকর-র মতো মহান ব্যক্তি সংঘের ক্যাম্পে যেতেন। ঠিক একই ভাবে প্রাক্তন রাষ্ট্রপতি নাগপুরের সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার কথা তুলে ধরে বলেন, প্রণববাবু যা করছেন একদম সঠিক কাজ করছেন।